
নিজস্ব সংবাদদাতা: দ্বাদশ সংসদ নির্বাচনের একদিন আগেও জাতীয়তাবাদী সমমনা জোট, গণসংহতি আন্দোলন ও গণতন্ত্র মঞ্চ রাজধানী ঢাকায় নির্বাচন বিরোধী মিছিল সমাবেশ করেছে। গণতন্ত্র মঞ্চ মিছিলের পর রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য পরামর্শ দিয়ে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের দিন সবাইকে দোকান পাট হাট বাজার বন্ধ রেখে ঘরের মধ্যে বসে থেকে নিরব প্রতিবাদে অংশ নিতে বলেছে।
বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচনকে একটি তামাশা ও ভোটের নামে রঙ্গমঞ্চ বলে আখ্যায়িত করে নির্বাচনবিরোধী বক্তব্য দিয়েছে।