
খান মোহাম্মদ সালেক, দুবাই থেকে : জাতীয় সংসদ নির্বাচনের খবর সংযুক্ত আরব আমীরাতের দুবাই থেকে প্রকাশিত ডেইলি গাল্ফ নিউজ পত্রিকায় অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে।
পত্রিকাটির ওয়ার্ল্ড পেইজের প্রধান সংবাদসহ তিনটি সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশের নির্বাচন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিজয় নিয়ে। পাতা জুড়ে শেখ হাসিনার ছবিও ছাপা হয়েছে তিনটি।
মূল সংবাদের শিরোনাম ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিই আমার প্রধান লক্ষ’ ॥ হাসিনা পঞ্চম বারের মত জাতীয় নির্বাচনে জয়ী- বিরোধী দলের বয়কট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি বিশেষ সংবাদ করা হয়েছে যার শিরোনাম ‘সর্বোচ্চ সময়ের নারী সরকার প্রধান’।
বিশেষ সংবাদটিতে বলা হয়েছে, শেখ হাসিনা বিশ্বে সর্বোচ্চ সময়ের নারী সরকার প্রধানের রেকর্ড করেছেন। তিনি টানা চতুর্থ বার এবং মোট পঞ্চম বারের মত সাধারণ নির্বাচনে জয়ী হলেন।
বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা (৭৬) ১৯৭৫ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে পরিবারের সদস্যদের হারান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায় স্নাতক শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন যাপনের পর ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন।
গাল্ফ নিউজের ওয়ার্ল্ড পেইজের প্রধান খবরে বলা হয়, জাতীয় নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতিই হবে তার প্রধান লক্ষ।
প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে যদিও দলটি ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে হেরে যায় এবং ২০১৪ সালের নির্বাচন বর্জন করে।
পঞ্চম বারের মত নির্বাচিত হয়ে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, সব দলেরই সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে।
তবে একটি দলের অংশ গ্রহণ না নেয়ার অর্থ এই নয় যে দেশে গণতন্ত্র অনুপস্থিত।
ভোটের পরদিন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার আওয়ামী লীগের বিজয়ের কথা জানিয়ে বলেন, শেখ হাসিনার দল ২২৩টি আসনে জিতলেও জোট ও অন্যান্য আইন প্রণেতার অবস্থা অনুযায়ী ৩০০ আসনেই তার নিয়ন্ত্রণ থাকবে।
দীর্ঘদিনের সহযোগী জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র ৬১টি আসন পেয়েছে যার সবাই আওয়ামী লীগেরই অংশ।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন শাকিব আল হাসানের সরকারী দল থেকে বিজয়ের খবর দিয়ে বলা হয়, নির্বাচনে আওয়ামী লীগের কোন বড় প্রতিদ্বন্দ্বী ছিল না।
মুখে কালো কাপড় পড়ে বিরোধী দলের একটি বিক্ষোভের খবরও দিয়েছে গাল্ফ নিউজ।
রাশিয়া, চীন ও প্রতিবেশী ভারতের প্রতিনিধিদের শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর খবরও আছে এখানে।
এদিকে সংযুক্ত আরব আমীরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মখতুম এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।