
নিজস্ব সংবাদদাতা: বকেয়া বেতন পরিশোধ সহ লে-অফ প্রত্যাহার করে কারখানা সচলের দাবিতে ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের একটি মিছিল সকালে সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিটির সামনের রাস্তা প্রদক্ষিণ করে শ্রম ভবনের সামনে নিচে অবস্থান নেয়।
কর্মসূচিতে বক্তারা অনতি বিলম্বে লে-অফ প্রত্যাহার করে তাদের পাওনা বেতন পরিশোধ, কারখানা সচল সহ বিভিন্ন দাবি উত্তাপন করে সমাবেশে ন্যাশনাল কেমিক্যাল মেনুফ্যাকচারিং কোম্পানি লিঃ এর শ্রমিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।