
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া রেললাইনের পূর্বপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রনি (২২) ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার তাঁতপুরা এলাকার আঃ গনির পুত্র। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া রেললাইনের পূর্বপাশের এলাকার অভিযান পরিচালনা করে ১১০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।