
ডেস্ক রিপোর্ট:
গত শুক্রবার (১৯ জানুয়ারি) দৈনিক গণসংযোগ নামের একটি পত্রিকায় “পানেরছড়া বিট কর্মকর্তার উদাসীনতায় দখল হচ্ছে বনভূমি ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি নিম্ন স্বাক্ষরকারী পানেরছড়া বিট কর্মকর্তা মো.জলিলুর রহমানের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদে উল্লেখিত সকল তথ্য ভূয়া, মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রকাশিত সংবাদ সম্পর্কে বিট অফিসার জলিলুর রহমান জানান, সংবাদকর্মী সম্পূর্ণভাবে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে এহেন মিথ্যাচার, উদ্দেশ্যমূলক সংবাদ পরিবেশন করেছেন। আমার এবং পানেরছড়া বিটের সুনাম নষ্ট করার জন্যে এই অপপ্রচার চালাচ্ছেন তিনি । আমি পানেরছড়া বিটে দায়িত্ব নেয়ার পর থেকে বনভূমি রক্ষায় সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। অপরাধীরা সুযোগ – সুবিধা গ্রহণ করতে না পেরে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ।
আমার দায়িত্বপূর্ণ এলাকায় পাহাড় কাটা, বালিপাচার ও গাছ কর্তনের বিষয়ে আমার দৃষ্টি সবসময় সজাগ রয়েছে।
আমি দায়িত্ব গ্রহণ করার প্রায় ৭ মাসে বন অপরাধীদের বিরুদ্ধে ২০ টির অধিক মামলা দায়ের করা হয়েছে। বনভূমি জবরদখল থেকে উদ্ধার, পাহাড় কাটা, গাছ কাটা, গাছ পাচার রোধ, অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ ও বেশ কয়েকটি অবৈধ স’মিল উচ্ছেদ করে যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও বনভূমি রক্ষায় রাতদিন এক করে বনভূমিতে টহল জোরদার ও অভিযান অব্যাহত রেখেছি। এসবের পরেও একটি কুচক্রী মহল আমার কাজে বিঘ্ন ঘটাতে এবং নিজে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সর্বপরি আমি উক্ত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত বানোয়াট সংবাদে সংশ্লিষ্ট মহলকে বিভ্রান্ত না হওয়ার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী –
মো.জলিলুর রহমান
পানেরছড়া বিট কর্মকর্তা,
পানেরছড়া রেঞ্জ,
কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।