
নিজস্ব প্রতিবেদক : গত শনিবার (২০ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমারপুর ভাঙ্গরির বাজার নামক স্থানে সামাজিক উন্নয়ন সংস্থা পড়শীর উদ্যোগে সীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ এরশাদ আলী ডি এইচ এম এস ঢাকা সঞ্চালনায় প্রায় দুইশত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
এ সময় সংগঠনটির উপদেষ্টা জনাব মোঃ আব্দুল মমিন সিনিয়র শিক্ষক কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন চৌধুরী।
আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। আজকের এই শীত বস্ত্র বিতরণ এবং আর্ত মানবতার সেবায় যেন মহান সৃষ্টিকর্তা খুশি হন সেই আশায় করি। আসুন সবাই মিলে করি পড়শীর জয়- এই স্লোগানকে সামনে রেখে এলাকার সকল সামর্থ্যবানদের এগিয়ে আসার আহব্বান করেন।
আরো বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা জনাব মোঃ মিজানুর রহমান প্রধান শিক্ষক লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়। তিনি বলেন, আমরা পড়শীতে আছি এবং থাকবো পাশাপাশি সকলেই থাকবেন।
ভবিষ্যতে এই পড়শী সংগঠন আপনারা দেখতে পারবেন যে বৃহত্তর পরিসরে কাজ করছে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি যে পড়শীতে এসে সামান্যতম হলেও অসহায় মানুষের সেবা করতে পারছি।
পরবর্তীতে আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান অতিথি জনাব মোঃ সোহরাব হোসেন সুপার বুড়িরহাট দাখিল মাদ্রাসা। তিনি বলেন, এই সংগঠনটি দিন দিন বেগমান হচ্ছে। আমি আশা করি এলাকার বিত্তবানরা এগিয়ে আসলে হয়তোবা আরো অনেক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা সম্ভবত হত। তাই সামনের প্রোগ্রামগুলোতে সবাই মিলে অংশগ্রহণ করতে হবে আমাদের।
পরবর্তীতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক অবসরপ্রাপ্ত সেনা সৈনিক। তিনি বলেন, আমরা সংগঠনটির কার্যক্রম ব্যাপক হারে সরিয়ে দিতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার দৈনিক চারিদিকের প্রতিদিন সাংবাদিক মোহাম্মদ মাইদুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, শিক্ষানবিশ এডভোকেট এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুর রহমান, কেশিয়ার মোহাম্মদ শাহেদুল ইসলাম এবং মোহাম্মদ মমিনুল ইসলাম মোহাম্মদ মাইদুল ইসলাম দুলু সহ সকল সদস্যবৃন্দ স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন।