
ধামরাই( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে আমেনা নূর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও গরীব ছাত্র-ছাত্রী এবং দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কুশুরা ডালিপাড়ায় নিজেদের প্রতিষ্ঠিত আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া নামের একটি মাদ্রাসায় এতিম ও গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে ও কুনিকুশুরা এলাকায় সাধারণ শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়ার সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। এসময় উপস্থিত ছিলেন আমেনা নূর ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুর উন নাহার।