
রাজিবুল হক সিদ্দিকী জেলা প্রতিনিধি: ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও পুষ্টি কার্যক্রমের আওতায় ৪২ তম বিসিএস চিকিৎসক কর্মকর্তাদের মাঝে মৌলিক পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সার্জন ডা. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান (ফিল্ড) ডা. মাহবুব আরেফীন রেজানুর, বক্তব্য রাখেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান (ফিল্ড) ডা. আব্দুল্লাহ ইয়াজদানি, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জুনিয়র বায়োকেমিস্ট, ডা. রাবেয়া খাতুন,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।