
রাজিবুল হক সিদ্দিকী (রকি) কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় পুলিশ অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইটনা উপজেলার বলদা ফেরিঘাট সংলগ্ন ধনু নদীর পশ্চিম পার্শ্বের মান্নান মাস্টারের বাড়ির পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতার আলমগীর হোসেন (২৮) ইটনা উপজেলা মৃগা শান্তিপুর গ্রামের পরশ আলীর পুত্র।
ইটনা থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটনা উপজেলার বলদা ফেরিঘাট ধনু নদীর পাশে মান্নান মাস্টারের অনাবাদি জমিতে অভিযান পরিচালনা করে সাত কেজি গাঁজসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।