
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় আখড়া বাজার শ্রী শ্রী শ্যাম সুন্দর লক্ষী নারায়ণ জিউর আখড়ায় কিশোরগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহাকারী প্রকল্প পরিচালক এ.কে.এম হাসান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন সাবেক ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখা সদস্য সচিব রিপন রায় লিপু শ্রী শ্রী শ্যাম সুন্দর লক্ষী নারায়ণ জিউর আখড়ার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত সরকার।
পরে প্রাধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।