
রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির মহালছড়ি জোনের (অদম্য সাতান্ন) ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) দুপুরে মহালছড়ি জোন সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান।
এ সময় মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল শাহরিয়ার সাফকাত, খাগড়াছড়ি ডিজিএফআই শাখার অধিনায়ক, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
রায়হান আহমেদ
খাগড়াছড়ি