
রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: হত্যার উদ্দেশ্যে নাসিরকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক পরিষদ, পানছড়ি উপজেলা শাখা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে পানছড়ি জিরো পয়েন্ট এলাকা থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হলে অবৈধ অস্ত্র এবং অস্ত্র বহনকারী সংগঠনকে নির্মূল করতে হবে।
জানা যায়, গত সোমবার (১৯ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় নাসির উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত নাছির বর্তমানে চট্রগ্রামে মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি আসাদ উল্লাহ আসাদ।
নাসিরের উপর গুলি বর্ষনের ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো: খোরশেদ আলমের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নজরুল ইসলাম মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ আল রানা।