
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরের ২৫ তম বর্ষে পদার্পণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। যমুনা ফিউচার পার্কের প্রাঙ্গনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
অনুষ্ঠানের শুরু থেকে বিভিন্ন পত্রিকা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি।
উক্ত অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সফলতা কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক ঢাকা প্রেসের পক্ষ থেকে ডেইলি ঢাকা প্রেস এর সম্পাদক খান মোহাম্মদ সালেক ও বার্তা সম্পাদক তৌফিক অপু।