
রায়হান আহমেদ, খাগড়াছড়ি প্রতিনিধি: ২০ লিটার চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
শুক্রবার (৮মার্চ ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সদর ইউপির কৃপাচরণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) লিটার চোলাইমদ সহ মোঃ জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত মো: জসিম উদ্দিন পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির আলী নগরের মোঃ শাহান উদ্দিনের ছেলে।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ শফিউল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।