
জাপানকে হারিয়ে ফাইনালে উঠার সুযোগ ছিল, তবে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে দুর্দান্ত লড়াইয়ের পরও ফাইনাল নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ হকি দল।
শুক্রবার (১১ জুলাই) চীনের দাঝুতে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টারে ৬-৪ গোলে হেরে সেমি থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশের যুবাদের। দ্বীন ইসলাম ও ইসমাইল হোসেন প্রথম কোয়ার্টারে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিলেও পরবর্তী কোয়ার্টারে জাপান সমতা ফেরায়।
এরপর, মোহাম্মদ আব্দুল্লাহর এক ফিল্ড গোলের সাহায্যে বাংলাদেশ আবার এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল না করতে পারলেও, শেষ কোয়ার্টারে বাংলাদেশ খেই হারাতে শুরু করে।
৪৭ মিনিটে ইউমা ফুজিওরা সমতা ফেরান, এবং অমিত হাসানের হিটে বাংলাদেশ আবার ৪-৩ গোলে এগিয়ে যায়। তবে ফাইনালের স্বপ্নে বাঁচিয়ে রাখতে পারেনি। ৫১, ৫৭ এবং ৬০ মিনিটে টানা তিন গোলে জয় নিশ্চিত করে জাপান।
ফাইনালে উঠতে না পারলেও গ্রুপ পর্বে দারুণ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। গ্রুপ ‘এ’তে পাকিস্তানকে বিদায় করে তিন জয় এবং এক হার দিয়ে রানার্স আপ হয়েছিল। স্বাগতিক চীন, হংকং এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে নিশ্চিত করেছিল সেমিফাইনাল।
এখন বাংলাদেশকে অপেক্ষা করতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য, যা আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।