
নিজস্ব সংবাদদাতা: এক ছাদের নীচে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের সমাহার ঘটাচ্ছে বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়াম। একই সাথে দেয়া হচ্ছে আগতদের স্বাস্থ্যসেবা।
রাজধানীর ধানমন্ডী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার ছুটি থাকায় এই দিনটিকেই বেছে নিয়েছেন আয়োজকরা। এখন থেকে প্রতি মঙ্গলবার ধানমন্ডির ডব্লুভিএ মিলনায়তনে ২০ জন ব্যবসায়ী ও উদ্যোক্তা এই সাপ্তাহিক হাটে পণ্যের প্রচার, বিক্রি ও ব্যবসায়ীক যোগাযোগ করবেন। এখানে পোষাক, চামড়াজাত পণ্য, জুয়েলারি, ঘর সাজানোর সরঞ্জামসহ চাল, ডাল, শাক-সবজি ও খাবারও পাওয়া যাবে।
গত মঙ্গলবার এই সাপ্তাহিক হাটের উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়ামের সভানেত্রী শারমিন জাহান খান বলেন, পণ্যের মান, পণ্যের ভিন্নতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করায় ধানমন্ডী এলাকার মানুষের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ওজন সংক্রান্ত স্বাস্থ্যসেবা দেয়া হবে হাটে আসা ক্রেতাদের।
অনুষ্ঠানে ডব্লুভিএ’র সাবেক সভাপতি ফৌজিয়া হক, ইনার হুইল ক্লাব অব ওয়েসিসের সভাপতি নিলুফার করিম, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক শাহনাজ জাহান খান ও বেঙ্গল সিস্টারহুড কনসোর্টিয়ামের কার্যকরী বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।