
নিজস্ব সংবাদদাতা: মহাসচিব বীর মুক্তিশহীদ বুদ্ধিজীবী দিবসে বিজয় দিবস উদযাপন পরিষদের শ্রদ্ধান্জলি জ্ঞাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাং ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোহাং জমির, যুগ্ন মহাসচিব মোঃ জসীম উদ্দিন চৌধুরী।
এসময় তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান এবং স্মৃতিচারণ করেন।
এসময় তারা বলেন, পাকিস্তানি ঘাতকরা মনে করেছিল বাঙালির মেধাবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে পারবে। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হয়নি, ব্যর্থ হয়েছে তাদের ঘৃণ্য চক্রান্ত।