
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটির সাবেক তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এ দিনে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। একাত্তরের মাউন্টেন ডিভিশনের অধিনায়ক এই বীর মুক্তিযোদ্ধার ধ্যান-জ্ঞান ছিল প্রিয় চট্টগ্রাম নিয়েই। পরপর তিন মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়।
পাকিস্তান আমলে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকায়, মুক্তিযুদ্ধের সময়ে দেশ শত্রুমুক্ত করার আন্দোলন করায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলের অস্তিত্ব ধরে রাখায় বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়েছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
‘চট্টলবীর’ উপাধি পাওয়া এ রাজনীতিবিদ ১৯৪৪ সালের ১ ডিসেম্বর রাউজানের গহিরা গ্রামের বঙ আলী চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা হোসেন আহমদ চৌধুরী আর মা বেদুরা বেগম। আট ভাইবোনের মাঝে মহিউদ্দিন ছিলেন মেজ।
এদিকে মহিউদ্দীন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। পরিবারের পক্ষ থেকেও নেওয়া করা হবে নানা আয়োজন।
এদিকে মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগরের নন্দনকানন বৌদ্ধ মন্দির সংলগ্ন মহিলা কলেজে মহিউদ্দিনরত্ন ও তারুণ্যের প্রতীক হেলাল আকবর চৌধুরী বাবরের আয়োজনে বিশেষ মিলাদ,জেয়াফত ও মেজবানের আয়োজন করা হয়েছে।