বিনোদন ডেস্ক : মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। জুটেছে ‘অল টাইম ব্লকবাস্টার’-এর খ্যাতিও। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৮০০ কোটি ছুঁইছুঁই।
এর বাইরে ছবিটি নিয়ে বিতর্কও কম নয়। বিশেষ করে ছবির পরতে পরতে থাকা হিংসাত্মক দৃশ্য, নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টার মতো বিষয়কে কেন্দ্র করে।
অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর ও তৃপ্তি দিমারির ঘনিষ্ঠ দৃশ্যগুলোও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হয়ে যৌন দৃশ্য রয়েছে তৃপ্তির। একটিতে তাকে রণবীরের পা চাটতেও দেখা গেছে।
সম্প্রতি অ্যানিমেলের সমালোচনা করতে দেখা গেল অভিনেতা আরশাদ ওয়ারসিকে। তিনি স্পষ্ট জানালেন, অনেক মানুষই এটিকে ঘৃণা করতে পারেন। কিন্তু তার অ্যানিমেল ভালো লেগেছে।
এমনকী এই সিনেমাকে কিল বিল-এর পুরুষ সংস্করণ বলেও বর্ণনা করেন তিনি। দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়ে আরশাদ জানিয়েছেন, তিনি শুধু বিনোদনের জন্য সিনেমা দেখেন। সিনেমা নিয়ে অত ভাবেন না।