ইবি প্রতিনিধি: শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ১২ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বুধবার (২০শে ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ শে ডিসেম্বর-২০২৩ থেকে আগামী ০১ জানুয়ারী-২০২৪ ইং তারিখ পর্যন্ত অফিস সমূহ বন্ধ থাকবে এবং ০৩ জানুয়ারী পর্যন্ত সকল প্রকার ক্লাস ও পরীক্ষা সমূহ বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা যায়, শীতকালীন অবকাশ চলাকালীন সময়েও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ডেইলি ঢাকা প্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে অবকাশ যাপন কালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সমূহ যেমন: চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ নিরাপত্তা ও এস্টেট অফিস চালু থাকবে। এসময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনেও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.