Site icon Daily Dhaka Press

উখিয়া রোহিঙ্গা  ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের হাতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গুলিতে নিহত হন মোহাম্মদ আব্দুল্লাহ এবং ছুরিকাঘাত ও গুলিতে নাদির হোসেন নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোররাত ৪ টা ও ৬টায় উপজেলার ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লক এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে এই দুটি হত্যাকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান , বৃহস্পতিবার ভোর রাতে একদল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (কমিউনিটি লিডার)।

অপরদিকে একইদিন ভোর রাতে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭/৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে উপর্যুপরি গুলি চালিয়ে তাকে হত্যা করেছে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই হত্যাকান্ড সংঘটিত করেছে বলে জানা গেছে।

Exit mobile version