Site icon Daily Dhaka Press

চট্টগ্রামে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের একমাত্র বেসরকারি স্বেচ্ছাসেবী ও ডিজিটাল বাংলাদেশের প্রচারক সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ২০২৩ সালে চট্টগ্রাম বোর্ড থেকে এইচএসসি ও মাদরাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৩০ ডিসেম্বর নগরীর প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সংবর্ধনা দেবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ২০২৩ সালের এইচএসসি/আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ০১৭৪৯-০৫৪৪২৪-এর হোয়াইটঅ্যাপে নাম নিবন্ধন করতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version