চট্টগ্রাম ব্যুরো : পূর্বগুজরা হামজারপাড়াস্থ প্রখ্যাত অলিয়ে কামেল আধ্যাত্মিক সুফি সাধক আলহাজ্ব বদিউদ্দীন ফকির (রাঃ) এর ৩২তম বার্ষিক ওরশ শরীফ বিভিন্ন কর্মসূচির ও যথাযোগ্য মর্যাদায় গত ২০ ডিসেম্বর বুধবার ৩২তম ওরশ উদযাপন পরিষদের উদ্যোগে সারাদিন ব্যাপি দরবাররে বদিদীয়া শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাদে আসর হতে খতমে কোরআন, খতমে গাউসিয়া শরীফ, মাজার জিয়ারত ও মাজারে বিভিন্ন সামাজিক ও অন্যান্য সংগঠনের শ্রদ্ধাঞ্জলী প্রদানের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। মিলাদ ও স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন ওরশ শরীফ উদযাপন পরিষদের উপদেষ্টা হাজী মোঃ আবদুল আজিজ।
প্রধান আলোচক ছিলেন হামজারপাড়া কেন্দ্রিয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা সিহাব উদ্দীন সুলতানী। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বোয়ালখালীস্থ বশির আহমেদ জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা আবদুল্লাহ আল নোমান আল কাদেরী। গাউছিয়া কমিটি বাংলাদেশ পূর্বগুজরা ইউনিয়ন শাখার দাওয়াতে খায়ের সম্পাদক হাফেজ মৌলানা হাসান ইমাম কাদেরী।
উপাধ্যক্ষ মৌলানা বেলাল উদ্দীন, মৌলানা জাফর আহম্মদ মানিকি। বক্তারা বলেন, সুফি বদিউদ্দীন ফকির (রাঃ) একজন আধ্যাত্মিক সুফি সাধক ও শরীয়ত, তরীকতের উজ্জল নক্ষত্র ছিলেন। বর্তমান সময়ে শরীয়ত ভিত্তিক ওরশ পরিচালনা করা প্রত্যেক সুন্নি আক্বিদা বিশ্বাসীদের উক্ত ওরশ একটি উজ্জল দৃষ্টান্ত হিসাবে সমাজে প্রতিফলিত হলে প্রতিষ্ঠা হবে একটি শরীয়ত ভিক্তিক সমাজ।
তাহার কর্মময় জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজন। তিনি একজন ব্যক্তি বা সুফি সাধক নয়, তিনি একজন শরীয়ত ও তরীকতের উজ্জল মডেল। মাহফিলে আরো উপস্থিত ছিলেন ৩২তম ওরশ উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জাগির হোসেন মাস্টার, উপদেষ্টা মোহাম্মদ হোসেন মাহমুদ, ছৈয়দ কালাম, আবুল কালাম, মোহাম্মদ ইউছুপ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, সাংবাদিক নেজাম উদ্দীন রানা, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক কামাল উদ্দীন হাবিবি, সংগঠক মহিনউদ্দিন ইমন সহ আরো অনেকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.