ধামরাই( ঢাকা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের ‘ কাচি’ মার্কার প্রচারণায় হাজারো মানুষের ঢল।
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মীসহ প্রায় ১০ হাজার মানুষ ‘কাচি’ মার্কার নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেন। স্বতঃস্ফূর্ত হয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে সাধারণ মানুষ ওই মিছিলে যোগ দেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে এই মিছিল বের করা হয়। ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে বের হয়ে উপজেলা চত্বর হয়ে ধামরাই বাজার- যাত্রাবাড়ি- ঢুলিভিটা বাসস্ট্যান্ড হয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে ইসলামপুর গোলচত্বর গিয়ে শেষ হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৭ জানুয়ারী ‘কাচি’ মার্কার মিছিরে প্রায় ১০ হাজার মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে অংশগ্রহণ করেন।
মিছিল ইসলামপুর বাসস্ট্যান্ডে গিয়ে বক্তব্য রাখেন ‘কাচি’ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন। পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আলী, বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমানসহ শত শত নেতাকর্মী ওই মিছিলে যোগ দেন। মিছিলে হাজার হাজার মানুষ দেখে অপর প্রার্থীদের আতঙ্ক ধরিয়ে দেন।
স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইবাসীকে ‘কাচি’ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
দলীয় প্রার্থীর নেতাকর্মীরা ‘ কাচি’ মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন এর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন।
মিছিল শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছে হোসেনের ‘ কাচি’ মার্কায় ভোট দিতে আহবান জানান কাউন্সিলর সাহেব আলী, বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান,পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী পুরুষ সকলেই ‘ কাচি’ মার্কার মিছিলে যোগ দেন।