চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বোয়ালখালী ৫নং সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচর ৫নং ওয়ার্ডে অবস্থিত মজু ভাণ্ডার দরবার শরীফ।
মাইজভাণ্ডার দরবার শরীফের শরাফতের প্রতিষ্ঠাতা হযরত আহমদুল্লাহ মাইজভাণ্ডারীর খেলাফত প্রাপ্ত চট্টগ্রামের পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আমিরুজ্জামান শাহ-প্রকাশ (কালা সোনা) হযরত আমিরুজ্জামান শাহ'র প্রথম পুত্র হযরত সোলায়মান শাহ আমির ভাণ্ডারী খেলাফত প্রাপ্ত বোয়ালখালী'র অন্তর্গত ৫ নং সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাপচর ৫নং ওয়ার্ডের বাসিন্দা হযরত মোজাহেরুল হক প্রকাশ (মজুশাহ) হযরত মজু শাহ'র মাজার শরীফের সামনে রইয়েছে গম্বুজ দিয়ে মাজারের বিশাল একটি গেইট,ঐ গেইটের দক্ষিণ পিলারে রইয়েছে মজু শাহ'র সকল আওলাদ গণের নাম।
১) মরহুম শেখ মোঃ আমিনুর রহমান মজু শাহ'র নিজের ভাই।
চাচাতো ভাইদের মধ্যে যারা আওলাদ তাদের নাম
১) শেখ মোঃ ছৈয়দুল হক।
২) শেখ মোঃ আবুল বশর।
৩) শেখ মোঃ নুরুছাফা।
৪) শেখ মোঃ শামসুল আলম।
৫) শেখ মোঃ নুরুল হক।
৬) শেখ মোঃ নুরুল ইসলাম।
৭) শেখ মোঃ আবু তাহের।
৮) শেখ মোঃ আবুল খায়ের।
তবে নতুন তালিকায় মজু শাহ'র আওলাদগণের মধ্যে নাম- নেই শেখ মোঃ নুরুল হকের। তাই এলাকার ছোট বড় জ্ঞানী গুণী ব্যক্তিবর্গরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একমাত্র ৮ জনই মজু শাহ'র আওলাদ এখন কিছু দুষ্কৃতকারীর মুখে শোনা যায় মোঃ নুরুল হক নাকি মজু শাহ'র আওলাদ নয় সেই সুবাদে কিছু টাকা লোভী সুবিধাবাদী স্বজন প্রীতি লোকেও তাল মিলিয়ে যাচ্ছে।
এই বিষয়ে এলাকার নিরপক্ষ সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে মোঃ নুরুল হক যদি মজু শাহ'র আওলাদ না হতো। আওলাদ গণের নামের তালিকায় মোঃ নুরুল হক এর নাম আসলো কিভাবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.