চট্টগ্রাম ব্যুরো : রাউজান উপজেলার বাগোয়ান গ্রামের প্রয়াত শিক্ষক সুদত্ত বড়ুয়ার সহধর্মিণী ধার্মিক উপাসিকা শচী রানী বড়ুয়া গত বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিন কন্যা সীমা বড়ুয়া, স্বরূপা বড়ুয়া, শিল্পী বড়ুয়া, দুই ছেলে বিশ্বজিৎ বড়ুয়া, অভিজিত বড়ুয়া অভি বড়ুয়াসহ পুত্রবধূ, নাতীনাতনী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার নবপন্ডিত বিহারে এক শোকসভা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম অঞ্চল, যুব ও মহিলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য প্রয়াতা শচী বড়ুয়া সাবেক যুগ্ম-সচিব ও বীর মুক্তিযোদ্ধা রনজিত বড়ুয়ার বোন ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ডক্টর সুমন৷ বড়ুয়ার শাশুড়ী। আজ শনিবার নিজগ্রাম বাগোয়ানে শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হবে।
ওনার মৃত্যুতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি, আবুরখীল সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা ফনিভুষন বড়ুয়ার পরিবারবর্গ, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, বাগেয়ান সার্বজনীন বিহার কমিটি সহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.