Site icon Daily Dhaka Press

আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে দেশের মানুষ বদ্ধপরিকর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি এখন সাধারণ মানুষের কাছে যাবার সুযোগ হারিয়ে ফেলেছে।

কারণ যারা অগ্নি সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করে, তাদের কাছ থেকে মানুষ দুরে সরে গেছে।

তারা মানুষকে পুড়িয়ে এখন মানুষের শত্রুতে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন আগুন সন্ত্রাসীদের নিমূর্ল করতে বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে। মাঠে-ঘাটে, চায়ের দোকানে এখন শুধু নির্বাচনের কথা। যারা এ নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল, নির্বাচনের আমেজে সেই হাঁক-ডাক ঢাকা পরে গেছে।

আপনারা দেখেছেন সাধারণ মানুষ নির্বাচন বর্জনের ডাকে সারা দেয় নাই। আবার বিএনপির মধ্যে থেকেও অনেক নেতা তৃণমূল বিএনপি গঠন করে নির্বাচনে যোগ দিয়েছে।

যেভাবে একটি ট্রেনের মধ্যে ঘুমন্ত অবস্থায় মা ও শিশুসহ নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের কাছ থেকে দেশের জনগণ কি আশা করতে পারে।

গতকাল ২২ ডিসেম্বর চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে চট্টগ্রাম ৭ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া ও বোয়ালখালী (আংশিক) এর বর্তমান সাবেক মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী শাহ, জেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোনাফ সিকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার বক্তৃতা করেন। এসময় রাংগুনিয়া ও বোয়ালখালীর নেতৃবৃন্দ, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন আমার মুখ। এখানে আমি মাইকে যা বলি মাইকের আওয়াজ যতদূর যাবে ঠিক ততদূর পর্যন্ত শোনা যাবে, কিন্তু প্রত্যন্ত এলাকায় উন্নয়নের কথাগুলো আপনাদেরই বলতে হবে।

মানুষকে জানাতে হবে কোন সরকারের আমলে কেমন উন্নতি হয়েছে সেটা। আজ রাঙ্গুনিয়ায় স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে রাস্ত-ঘাটের যে উন্নয়ন এ সরকারের আমলে হয়েছে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আপনাদের।

তাই আমি আশাকরব আগামী যে কয়দিন সময় আছে আপনারা এবিষয়গুলো সবার কাছে তুলে ধরবেন।

Exit mobile version