Site icon Daily Dhaka Press

ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে গাজায় ত্রাণের জন্য জাতিসংঘ সমঝোতার প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে যুদ্ধবিরতি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল বলেছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘সমঝোতার প্রস্তাব’ পাস করেছে।

ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে এটি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল। তবে এই সহায়তা প্রস্তাবকে ‘দুঃখজনকভাবে অপর্যাপ্ত’ বলেছেন তিনি।

যুদ্ধবিরতির দাবি না জানিয়ে গাজায় মানবিক ত্রাণ বাড়াতে গতকাল শুক্রবার প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। এরপর দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানান ক্যালামার্ড।

তিনি বলেন, ‘গাজাবাসী যে দুর্ভোগ পোহাচ্ছেন, আমরা সেটির প্রত্যক্ষদর্শী। তাঁদের যন্ত্রণা লাঘবের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব গত ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরুর পর থেকে গাজায় এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানান। গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোতে তা আটকে গেছে। সব পক্ষকে হামলা বন্ধে জাতিসংঘের আহ্বানও এ কারণে দুর্বল হয়ে গেছে। আর পুরো বিষয়টিকে মর্যাদাহানিকর বলে মন্তব্য করেন ক্যালামার্ড।

গাজায় সংঘাতে লিপ্ত সব পক্ষের প্রতি পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। গতকাল এ নিয়ে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। তাতে গাজায় ‘নিরাপদে ও বাধাহীনভাবে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিতে’ চলমান সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তুলেছিল সদস্যদেশ সংযুক্ত আরব আমিরাত। প্রথমে তাতে ‘অবিলম্বে লড়াই বন্ধের’ আহ্বানের কথা বলা হয়েছিল। তবে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রস্তাবের ভাষায় বেশ কাটছাঁট করা হয়েছে।

শেষ পর্যন্ত গতকাল পাস হওয়া প্রস্তাবে ‘লড়াই বন্ধের আহ্বান’ কথাটি এড়িয়ে ‘লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরির’ আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version