Site icon Daily Dhaka Press

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র এমপি প্রার্থীর মতবিনিময়

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ২৩শে ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটার সময় উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ ওবায়দুর রহমান।

এ সময় আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন।

সুতরাং নির্বাচনে কোন প্রকার সংঘাত সহিংসতা হবেনা বলে বিশ্বাস করি। জনগণ যাকে চায় আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকে আমরা সাদরে গ্রহণ করবো।  মতবিনিময়কালে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওবায়দুর রহমান আরো বলেন, আমি সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছি। জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো।

বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলাম। এসময় তিনি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দোয়া কামনা করেন তিনি। ওবায়দুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের ভালো মন্দের সব খবর উঠে আসে সাংবাদিকদের মাধ্যমে।

এ কারনে দেশের উন্নয়নমুলক কাজের সচিত্র প্রতিবেদন তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পুঠিয়া-দুর্গাপুরের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে এবং উন্নয়নের এই ধারা সাধারণ মানুষের সাথে-পাশে নিয়ে কাজ করে যেতে চাই তিনি।

দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংবাদি সমাজের সাধারণ সম্পাদক মিজান মাহী,সহসভাপতি মাসুদ রানা তুষার, সমাজের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া, দুর্গাপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, প্রচার সম্পাদক রুবেল হক, সদস্য মশিউর রহমান, শাহাবুদ্দিন মোল্লা প্রমূখ।  মতবিনিময় কালে ওবায়দুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহিম কনক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিব মৃধা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবিল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন প্রমূখ।

Exit mobile version