জেলা প্রতিনিধি, কুমিল্লা :
কুমিল্লায় একাত্তর টিভির দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা-৬ নির্বাচনী আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান কুমিল্লার যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল এ নোটিশ পাঠান।
নোটিশে এমপি বাহারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আগামী রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার সময় কুমিল্লার ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আপনার নির্দেশে আপনার নেতাকর্মীরা গত ২০ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের ফটকে একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক এবং ক্যামেরাপারসন সাঈদুর রহমান পেশাগত দায়িত্ব পালনকালে হামলা করে মোবাইল ফোন ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান। এমপি বাহারের পিএস (ব্যক্তিগত সহকারী) ক্যামেরাপারসন সাঈদুরকে এলোপাতাড়ি মারধর করেন।
এমন কার্যকলাপ উচ্ছৃঙ্খল আচরণের শামিল, যা অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থি, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) বিধির স্পষ্ট লঙ্ঘনও বলে প্রতীয়মান হএমপি বাহার সাংবাদিকদের দেখে ‘কোনো টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না’ বলে মন্তব্য করেন। তিনি একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন।
এমতাবস্থায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে এমপি বাহারকে।
এর আগেও, কুমিল্লা-৬ (সদর) আসনের এই সংসদ সদস্যকে একদিনে দুইবার শোকজ করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.