Site icon Daily Dhaka Press

এবার রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরে রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

আটককৃতরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটকদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এসআই মোখলেসুর রহমান বলেন, আমরা সকাল থেকে রেলওয়ে জুড়ে কড়া নিরাপত্তা দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ জন নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version