স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংবাদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন করতে স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, যত নাশকতা ও সহিংসতা হচ্ছে বা মামলা হচ্ছে, সেই আসামিদের আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি। সাম্প্রতিক সময় আমাদের অস্ত্র উদ্ধার আরও বেগবান হয়েছে।
সাম্প্রতিক সময়ে আমরা দশটির বেশি বিদেশি অস্ত্র উদ্ধার , বেশ কিছু দেশীয় অস্ত্র, গাড়িসহ আটক করতে সক্ষম হয়েছি। যেখানেই গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র্যাব।
নির্বাচনের সহিংসতা কথা উল্লেখ করে তিনি বলেন, যারাই নির্বাচনের সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে । প্রায় ১০ টির অধিক বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বেশকিছু দুষ্কৃতিকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা বাস্তবায়নে স্টাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাব।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.