ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট কে, কিভাবে এবং কারা দেন তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন চেয়ারম্যান আওলাদ হোসেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদের নির্বাচনী কেন্দ্র উদ্বোধনের সময় ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আওলাদ হোসেন এমন মন্তব্য করেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী উত্তরপাড়া এলাকায় এসব কথা বলেন তিনি ।
হাজী কুদ্দুস হোসেনেন সভাপতিত্বে নির্বাচনী কেন্দ্র উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ভুল কইরেন না বিব্রত হইয়েন না।
হাদিসে আছে যোগ্য লোককে ভোট দেন। বেনজীর সাব, মালেক সাব, মোহাদ্দেস তিন জনের মধ্যে চিন্তা করেন কে যোগ্য? কে জনগণের পাশে থাকে। আমরা কি ভুল করুম।
গাছ রাইখা কি ডাল ধরুম? অধিকাংশ লোকই কিন্তু আমাদের সাথে আছে। বাড়াবাড়ি করলে কিন্তু পরিণাম ভালো হবে না। এত দিন ভোট কেন্দ্র ছিলো ডাউটিয়া।
আমি এমপি সাবের সাথে কথা বলে এবার গোয়ালদী কেন্দ্র করছি জাতীয় নির্বাচনের জন্য। আমরা আপনাদের পাশে আছি। এই কেন্দ্র অন্য কারও এজেন্ট কে বা কিভাবে হয় এবং কারা দেয় এটাও আমি দেখুম।
এইভাবে স্বতন্ত্র প্রার্থীদেন বিপক্ষে হুমকি দিয়ে থাকেন চেয়ারম্যান আওলাদ হোসেন।
এব্যাপারে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আওলাদ হোসেনের মুঠোফোনের একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিব ও সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বিএসসি ও ঢাকা জেলা উত্তর ছাত্র লীগের সহসভাপতি শামীম হোসেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, এধরনের কোন অভিযোগ আমরা পাই নি। অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগটি পাঠানো হবে। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.