Site icon Daily Dhaka Press

আইএমইআই বদলে বিক্রি হয় চোরাই মোবাইল

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মোবাইলের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইসসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম নওশাদ হোসেন ওরফে শান্ত।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল কয়েকজন ব্যক্তি কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানের ভেতর চোরাই মোবাইল কেনা-বেচা করছে, এমন তথ্য আসে আমাদের কাছে।

তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

ইমরান হোসেন মোল্লা আরও জানান, তার কাছ থেকে ১১টি অকেজো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি অকেজো বাটন মোবাইল ফোন, ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের বডি এবং ৩টি মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইস জব্দ করা হয়। আটক শান্তকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version