
আচরণবিধি লঙ্ঘন-
নিজস্ব প্রতিবেদক : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের তলবে সশরীরে হাজির হয়েছেন কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু। শুনানিতে আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের হাজির হন তারা। সেখানে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাখ্যা দেন। শুনানি শেষে এমপি বাহার সাংবাদিকদের সঙ্গে কথা বললেও শম্ভু কিছু না বলেই বের হয়ে যান।
এ সময় নৌকার প্রার্থী বাহার বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত। আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আশা করছি আমার প্রার্থিতা বাতিল হবে না।