চট্টগ্রাম ব্যুরো :
একুশ শতকের বিশ্বশান্তির অগ্রদূত,শীল-সমাধি-প্রজ্ঞার আলোয় জ্যোতিময় আর্য্যপুরুষ, শ্রীমৎ ভদন্ত শীলানন্দ মহাস্থবির ধুতাঙ্গ ভন্তের রাউজান উপজেলার স্কুল ও কলেজ জীবনের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে প্রাক্তন শিক্ষার্থী দুই শতাব্দীর প্রাচীন কদলপুর সুধর্মানন্দ বিহার চত্বরে কদলপুর পশ্চিম বড়ুয়া পাড়ার উদ্যোগে ২৫-২৬ ডিসেম্বর ২ দিনব্যাপী মহাসমারোহে ৪৭তম জন্ম জয়ন্তী ও বৌদ্ধ সম্মেলন যথাযথ ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
দু’দিন ব্যাপী অনুষ্ঠানের ২৫ ডিসেম্বর ১ম দিন বিকাল ৫ টায় রাঙ্গুনিয়া হতে কিশোর জীবনের স্মৃতি ধন্য বিটিসি কমপ্লেক্সে শান্তি শোভাযাত্রার মাধ্যমে আগমন। ধুতাঙ্গ ভন্তের জন্য নির্মিত কুঠির পিতা কেটে উদ্বোধন করেন ধুতাঙ্গসাধক শীলানন্দ মহাস্থবির।
৪৭তম জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখার জন্যে ২৮ জন কুলপুত্রকে প্রব্যজ্জা প্রদান করা হয়।
রাতে বুদ্ধ কীর্তনীয়া সুমন বড়ুয়ার পরিবেশনায় বুদ্ধকীর্তন করা হয়। দ্বিতীয় দিন ২৬ ডিসেম্বর সকাল বেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় উপ-সংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে ৪৭ পাউন্ডের কেক কেটে শুভ উদ্বোধন করা হয়।
এতে সদ্ধর্মদেশনা করেন উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সাধারণ সম্পাদক ভদন্ত বিপুলসেন মহাস্থবির। জন্মজয়ন্তীর সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচিব এবং বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোঃ মুসলিম চৌধুরী।
কুনাল বড়ুয়ার পরিচালনায় বরণ সঙ্গীত পরিবেশন করেন প্রজ্ঞাবংশ প্রভাতী শিশু-শিক্ষা নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। জন্মজয়ন্তীতে অসংখ্য ভক্তবৃন্দ কেক ও পুষ্প দিয়ে ধুতাঙ্গ ভন্তেকে সম্মান, শ্রদ্ধা ও পূজায় সিক্ত করেন।
২য় পর্বে বিকাল বেলার পুণ্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরো। আর্শীবাদক ছিলেন উপ-সংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাথের উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ও উদযাপন পরিষদের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত মহাথেরোর উদ্বোধনী ভাষন ও লোকপ্রিয় বড়ুযা ও রিতু বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজানে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
এতে বক্তব্য রাখেন করেন ৮ নং কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ধুতাঙ্গ ভন্তের সেবকসংসদের পক্ষে অঞ্জন বড়ুয়া। এছাড়াও মাঙ্গলিক মহাপূণ্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন আরণ্যিক, আবাসিক শ্রদ্ধেয় ভিক্ষুসংঘগন এবং অর্হৎ ধুতাঙ্গ ভান্তের শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কর্তন ও মানুষের শ্রদ্ধা, ভক্তি,পূজা, পুষ্পার্ঘ্য ও প্রণতি অর্পণ করেন কদলপুর গ্রামবাসীসহ বহু সংখ্যক পূন্যার্থীগন।
ভিক্ষু সংঘদের পুষ্প পূজা দিয়ে বরণ করে নেন প্রজ্ঞাবংশ প্রভাতী শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থীবৃন্দ। ২ দিন ব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাঙ্গলিক মহাপূণ্যানুষ্ঠান শেষে ধুতাঙ্গসাধক ভদন্ত শীলানন্দ মহাথরোর ৪৭তম জন্ম বার্ষিকী উদযাপন পরিষদ ধুতাঙ্গ ভান্তে কে নিয়ে কদলপুর গ্রাম প্রদক্ষিন করেন।