Site icon Daily Dhaka Press

২৮ অক্টোবর বিএনপি’র হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইল ও পল্টনসহ বিভিন্ন এলাকায় গত ২৮ অক্টোবর বিএনপি ও সমমানা রাজনৈতিক দলের ডাকা মহাসমাবেশে নাশকতা ও হামলায় আহত সাংবাদিকদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে গণভবনে আহত সাংবাদিকদের চিকিৎসা ও স্বাস্থ্যের খোজ খবর নেন। এসময় ২৮ অক্টোবর নাশকতাকারীদের হামলায় পা ভেঙ্গে যাওয়া দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আঘাত ভুলে গেছি উল্লেখ করে সিরাজুম সালেকীন বলেন, ২৮ অক্টোবর নাশকতাকরীদের হামলায় পা ভেঙ্গে যাওয়ার পর প্রতিটি দিন যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে।

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় থাকলেও নিয়মিত চেক আপ করাতে যেতে হয়। এই যাতায়াতের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আজ ২৮ ডিসেম্বর হামলার দুই মাস পূর্ণ হলো। কিন্তু আজ প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও আমাদের প্রতি তার সমবেদনা দেখে দুই মাস ধরে বয়ে চলা যন্ত্রণা মুহুর্তেই ভুলে গেছি।

প্রধানমন্ত্রী আমাদের সবার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি চলমান চিকিৎসা অব্যহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদেরও নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়াও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অনলাইন নিউজ পোর্টাল ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক রাফসান জানি, দেশ রুপান্তরের স্টাফ রিপোর্টার রাব্বি, গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রূদ্র সাইফুল, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুল ইসলামসহ ২৮ অক্টোবর পেশাগত দায়িত্ব পালন কালে আহত সাংবাদিকরা।

এ সময় গণ ভবনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, এটিএন নিউজের হেড অফ নিউজ প্রভাষ আমিন, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী, নাগরিক টিভির বার্তা প্রধান দীপ আজাদ, এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ মানস ঘোষ, বিশিষ্ট সাংবাদিক নিজামূল হক বিপুল প্রমূখ।

Exit mobile version