Site icon Daily Dhaka Press

সংকটে বাহিনীর পাশে থাকার অঙ্গীকার অব: পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী চক্র অগ্নিসন্ত্রাসসহ উপর্যুপরি নাশকতামূলক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশ-গ্রহণকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় অতীতের ন্যায় বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

বিবৃতিতে বলা হয়েছে, সামনের দিনগুলোতে নির্বাচন বিরোধীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের কর্মী-
সমর্থকদের সঙ্গে সংঘর্ষজনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সাহস, বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ়তা ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মনে করে যে, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জাতির এ ক্রান্তিকালে সকল প্রকার ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত।

Exit mobile version