Site icon Daily Dhaka Press

আম্বারের পরিচালনা পর্ষদের পরিচালক সিনাম আজিজ

নিউজ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আম্বার গ্রুপের পরিচালনা-পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সিনাম আজিজ।

বুধবার আম্বার গ্রুপের গুলশানস্থ কর্পোরেট অফিসে সিনাম আজিজ দায়িত্ব গ্রহণ করেন। তারি দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পারটেক্স ষ্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাসেম, আম্বার গ্রুপের ভাইস চেয়ারম্যান আনাফ পরিচালনা-পর্ষদের পরিচালক ফারাহ
আজিজ, শওকত আজিজ রাসেলসহ আম্বার গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিনাম আজিজ আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলের সুযোগ্যা কন্যা।

পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে অভিষিক্ত হবার পর সিনাম আজিজ আম্বার গ্রুপের ঐতিহ্যকে সমুন্নত রাখার সার্বিক প্রচেষ্টা গ্রহণের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

Exit mobile version