
চট্টগ্রাম ব্যুরো : ঢাকা – ১২ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জমান খান কামালের নির্বাচনী এলাকার বৌদ্ধ জনসাধারনের সাথে প্রফেসর ডা.উত্তম কুমার বড়ুয়া ও বিশিষ্ট ব্যংকার রূপায়ন বড়ুয়ার নেতৃত্বে গতকাল রাত ৮টায়
মুনিপুরীপাড়াস্থ মন্ত্রীর বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিপুল বৌদ্ধ জনগন উপস্থিত ছিলেন। রূপায়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জমান খান, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহবায়ক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারন সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, রাখাইন বৌদ্ধ নারী নেত্রী নিউ নিউ খেইন, যুবনেতা দোলন বড়ুয়া।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তি , সম্প্রীতি এ উন্নয়ের ধারা অব্যাহত রাখার জন্য , দূর্নীতিমুক্ত , মাদকমুক্ত, জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্বনেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তাই আগামী দ্বাদশ নির্বাচনে ৭ জানুয়ারী বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, অসাম্প্রদায়িক, সম্প্রীতি ও স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গরত্ন শেখ হাসিনাতেই বৌদ্ধ সমাজের আস্থা।
আপনারা সকলে উৎসব মূখর পরিবেশে নির্ভিঘ্নে ৭ জানুয়ারীতে ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট নৌকায় প্রয়োগ করে দেশকে অগ্নি সন্ত্রাস ও জঙ্গীপনা থেকে রক্ষা করুন।