রায়হান আহমেদ,পানছড়ি, খাগড়াছড়ির প্রতিনিধি : প্রতিদিনের মতো কাজ শেষ করে, আবদুল রশীদ ও মো: আঙ্গুর মিয়া রমজান আলী মোটরসাইকেল যুগে বাড়ি ফেরার সময় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউপির খাড়বিল নামক স্থানে কে বা কারা পেছন থেকে ব্রাশফায়ার করলে দুইজন গুলিবিদ্ধ হয়,তবে চালক অক্ষত থাকলেও দুজন শ্রমিকের মাঝে একজন অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে বিজিবিরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে আহত শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসান পারভেস জানান, রোগীর গায়ে গুলি রয়েছে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়ার পর তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.