
স্টাফ রিপোর্টার:
সরাইলের শাহবাজপুর ইউনিয়নে ডামি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শাহবাজপুর বাজার বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনি এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমান, সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়া, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান ও শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নোমান ভুইয়া ও বিএনপি যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।