Site icon Daily Dhaka Press

কিশোরগঞ্জের ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা অপর ৩টিতে তেমন প্রতিদ্বন্দ্বিতা নেই

কিশোরগঞ্জ সংবাদদাতা: নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে। এ বছর কিশোরগঞ্জের ৬টি আসনে ৪২ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ৩ রাষ্ট্রপতির পুত্র কন্যাগণ। তাছাড়াও আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তাছাড়া সাবেক ও বর্তমান সংসদ সদস্যরাও মাঠে রয়েছে।

কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের পুত্র কন্যাগণ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর কন্যা ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি বর্তমানে এ আসনের এমপি।

তার ভাই মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলাম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই পরিবারের ভাই বোন নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, ভোটার সমর্থকরা বিব্রতকর অবস্থায় আছেন।

ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি পিতার নামে এবং তার ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন।

তার প্রতিদ্বন্দ্বিগণ কেউ শক্তিশালী প্রার্থী নন। তাছাড়া রেজওয়ান আহাম্মদ তৌফিকের জনপ্রিয়তা এবং কর্মী সমর্থকদের সাথে জনসম্পৃক্ততার কারণে তিনি এবারও সংসদ সদস্য নির্বাচিত হবেন।

কিশোরগঞ্জ- ৫ (নিকলী-বাজিতপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোঃ আফজল তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।

এবার তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল ঈগল প্রতীক নিয়ে মাঠঘাট চষে বেড়াচ্ছেন।

ফলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইমদাদুল হক (মোমবাতি), জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম (লাঙল), তৃণমূল বিএনপি’র মোঃ সোহরাব হোসেন (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ রবিন মিয়া (ছড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তাদের প্রচারণা চোখে পড়ার মত নয়।

কিশোরগঞ্জ- ৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ৪র্থ বারের মত নৌকা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন।

তার এ আসনে কোন শক্তিশালী প্রার্থী না থাকায় তার বিজয় সুনিশ্চিত। এ আসনে তার সাথে ৬ জন নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল, এনপিপির তারেক মোঃ শহীদুল ইসলাম, ইসলামী ঐক্যাজোটের রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হেলাল উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর আয়ুব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আঃ ছাত্তার।

এ বিষয়ে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, তাঁর প্রয়াত পিতা বাংলাদেশ আওয়ামী লীগের ৪ বারের সাধারণ সম্পাদক জননেতা জিল্লুর রহমানের মত তার জনপ্রিয়তা।

ফলে ভৈরব-কুলিয়ারচর আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এবারও এ আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন।

Exit mobile version