Site icon Daily Dhaka Press

কী করলে ড. ইউনূসের বিচার হতো না জানালেন অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিলেই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার হতো না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শ্রম আদালতের বিচারক নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মামলায় রায় দিয়েছেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, ‘অভিযোগ স্বীকার করে নিলেই তো আর বিচার হতো না। সাজার রায়ের পর তো সবাই নিজেকে নির্দোষ দাবি করে। ড. ইউনূস সেই দাবিই করেছেন। বরং তিনি যদি নিজের দোষ স্বীকার করতেন, সেটাই ব্যতিক্রম হতো।’

অপর প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, বিদেশিরা না জেনে ড. ইউনূসের রায়ের ইস্যুতে সমালোচনা করছেন। তিনি বলেন, ‘বিদেশিদের আমাদের দেশের শ্রম আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। এ কারণে তারা রায় নিয়ে সমালোচনা করছেন।’

গতকাল সোমবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের এক মাসের জামিন দিয়েছেন আদালত।

গতকাল বিকেল ৩টায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা তাদের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আদালত কারাদণ্ডের রায় ঘোষণার পর ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এক মাসের জামিন মঞ্জুর করেন।

ড. ইউনূসের কারাদণ্ডড. মুহাম্মদ ইউনূসড. ইউনূসড. ইউনূসের বিরুদ্ধে মামলাশ্রম আইনশ্রম আইন লঙ্ঘনশ্রম আদালতঅ্যাটর্নি জেনারেলএ এম আমিন উদ্দিন

Exit mobile version