
জাবি প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।
ছুটিতে শুক্রবার ও শনিবার উইকেন্ডের ক্লাসও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনের পূর্ব মুহূর্তে অর্থাৎ আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার ও শনিবার এই বিশ্ববিদ্যালয়ের সকল উইকেন্ড ও ইভনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ সময় সকল ক্লাস, বিভাগীয় ও প্রশাসনিক দফতরসমূহ বন্ধ থাকবে।