কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) সকালে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
পরে সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে এক শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসে শেষ হয়।
এ উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা, দুঃস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া। পরে দুঃস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া কিশোরগঞ্জের ৭৬৩টি মসজিদে জহুরের নামাজের পর দোয়া মিলাদ মাহফিল ও সনাতন ধর্মীদের মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.