ডেস্ক রিপোর্ট:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
বৃহস্পতিবার এক শোক বর্তায় ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
শোক বার্তায়, তারা শোক সন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর মমতাময়ী মা আয়শা মাহতাব আজ দুপুর ১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাজার নামাজ আজ বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল ৭৭ বছর।