Site icon Daily Dhaka Press

মোহাম্মদ মনজুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক রিপোর্ট: গত ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে উদ্যোক্তা পরিচালক জনাব মোহাম্মদ মনজুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেশের একজন প্রথিতযশা শিল্পপতি জনাব মনজুর প্রায় চল্লিশ বছর যাবৎ সততা ও সফলতার সাথে নানামুখী ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি এইচ. এম. স্টিল এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান, মেসার্স মনজুর আলম-এর স্বত্বাধিকারী এবং গোল্ডেন ইস্পাত লিমিটেড, তাহের এ্যান্ড কোং লিমিটেড, গোল্ডেন ব্রিক ওয়ার্কস লিমিটেড, গোল্ডেন স্টিল অ্যালয় ওয়ার্কস লিমিটেড, আলহাজ্ব মোস্তফা হাকিম হাউজিং এ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড, গোল্ডেন অক্সিজেন লিমিটেড, আলহাজ্ব মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড ও মিউচুয়াল জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সদস্য। সমাজসেবী, জনহিতৈষী জনাব মনজুর অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত।

তিনি মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই ফাউন্ডেশনের অধীনে ১০৩টি সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে।

স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১০ আসনে ফুলকপি প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

Exit mobile version