রিফাত কান্তি সেন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকী। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত হেভিওয়েট প্রার্থীর তালিকায় নাম এসেছে সাংবাদিক শফিকুর রহমানের।
আট-ঘাট বেঁধে মাঠে আছেন স্বতন্ত্র দুই প্রার্থী ড.সামছুল হক ভূঁইয়া (ঈগল), সিআইপি জালাল আহমেদ (ট্রাক) এছাড়া বিএনএম এর মহাসচিব ড. মোঃ শাহাজাহান।
টান টান উত্তেজনা আর মনে সংশয় নিয়ে প্রচারণা চালিয়েছিলেন প্রার্থীরা। কেউ কারো থেকে কম কিছু নয়। তবে সব কিছু মিলিয়ে এক রুদ্ধশ্বাস ভোট যুদ্ধের দিকেই এগুচ্ছে আসনটি।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ২৬৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ১শ' ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৭ শ' ৬০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৩শ' ৬৮ জন।
এবার সব প্রার্থীর চোখই তরুণ ভোটারদের দিকে। কারন মোট ভোটারের একটা বিশাল অংশই তরুণ ভোটার।
তারুণ্যের ভোটের উপর ভর করেই সংসদে যেতে হবে নৌকা, স্বতন্ত্র কিংবা অন্যান্য দলগুলোর প্রার্থীদের।
মোঃ মহিন খান এবার নতুন ভোটার হয়েছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। তবে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের পরিবেশ ফিরেছে।
আমাদের ভোটের উপর নির্ভর করে অনেক কিছু। আমার ভোট আমি দেবো তাকেই দেবো যে তরুণদের কথা চিন্তা করবে।
বেকারত্ব দূর করতে যিনি এগিয়ে আসবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লোককেই বেছে নিবো।
মোঃ আলামিন, ভোটার তালিকায় সেও এবার নবাগত। চোখে মুখে বেশ আনন্দের ছাপ। কেননা এবারই সে প্রথমবার ভোট দিতে যাবে কেন্দ্রে।
কেমন প্রার্থীকে বেছে নিবেন এমন প্রশ্ন ছুড়তেই জানালেন, আমরা যেমন প্রত্যাশা করি তেমনটা আসলে পাইনা।
কিন্তু আশাতো ছেড়ে দেয়া যায়না। যাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন তথা তরুণ সমাজের কল্যান বয়ে আনবে তেমন প্রার্থীকেই বেছে নিতে চাই।
যেহেতু এবার একটা লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। সেহেতু আমার ভোট আমি দেবো। যোগ্য প্রার্থীকেই বেছে নিবো।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.