Site icon Daily Dhaka Press

নৌকার মাঝি মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম ব্যুরো :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ৭ জানুয়ারি ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে এই সিদ্ধান্ত দেয় কমিশন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বৈধ যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে নির্বাচনে ভোট গ্রহণ চলবে।

এর আগেও তার বিরুদ্ধে মামলা দিয়েছে ইসি। আজ রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Exit mobile version